সোমবার (৪ জানুয়ারি) সকাল ৮ টায় হলদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন হৃদয়ের নেতৃত্বে দক্ষিন মরিচ্যা জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ‘রায়হান, ফারুক আহমেদ সিকদার, ছাত্রনেতা তানিম রহমান কেনাম, মনজুর আলম, মিজানুর রহমান, সুকুমার’ বড়ুয়া, দক্ষিন মরিচ্যা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আলোকিত বাংলাদেশ’র কক্সবাজার প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাআলম কোম্পানী।”
প্রসঙ্গতঃ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠ’পোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ।’
প্রতিষ্ঠার ৭৩ বছরে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস সৃষ্টি করে ছাত্রলীগ।’
Discussion about this post