সৌদি আরবে সব ধরনের তুর্কি পণ্য বর্জনে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার অব কমার্স। খবর ডন’র।
আরব উপ’সাগরীয় দেশ’গুলোর নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে- তুরস্কের “প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানায় সৌদি কর্তৃপক্ষ।”
সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আ’জলান আল আজলান এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্কের সবকিছু বর্জন করা প্রত্যেক সৌদি ব্যবসায়ী এবং ভোক্তাদের দায়িত্ব। সেটা হোক আমদানি, বিনিয়ো’গ কিংবা পর্যটন।’
‘আমাদের সরকার, দেশ এবং নাগরিক’দের বিরুদ্ধে তুরস্কের অব্যাহত শত্রু মনো’ভাবাপন্ন আচরণের জন্য (এটা করা উচিত)’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগি’কে হত্যার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের মারাত্মক অবন’তি হয়।”
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানি’ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কড়া সমালোচনা করেন “এরদোয়ান। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দেন তিনি।
Discussion about this post