৬৬ দিনের সাধারণ ছুটি প্রত্যাহারে”র প্রথম দিনেই মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। রোগী সনাক্তের ১৩ তম সপ্তাহে এসে করোনা”য় সর্বোচ্চ ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এটিই ছিল এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতে”র সংখ্যা। এ নিয়ে দেশে করোনা”য় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এটিও এ পর্যন্ত একদি”নে সর্বোচ্চ শনাক্তে”র রেকর্ড। এ নিয়ে ৪৭ হাজার ১৫৩ জন করোনা শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে’ছেন ৯ হাজার ৭৮১ জন।
রবিবার (৩১ মে) বেলা আড়াই”টায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধি”দফতরের নিয়”মিত স্বাস্থ্য বুলেটিনে”র আয়োজন” করা হয়। সেখানে এসব তথ্য জানা”ন স্বাস্থ্য অধি”দফতরের অতিরিক্ত মহা”পরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
Discussion about this post